Sunday, 17 August 2014

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় রহিমুদ্দিন আহমেদ ও অন্যান্য শিক্ষানুরাগী ব্যক্তিবৃণ্দ যাদের নিরলস প্রচেষ্টায় সুদূর অতীতে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ।যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী পরিচালন সমীতির সদস্য বৃন্দ ও বিদ্যালয়ের শুভানূধায়ী ব্যক্তিবর্গ যাদের শ্রম ত্যাগ ও আদর্শের পথ ধরে এই বিদ্যালয় ক্রমোন্নতির পথে এগিয়ে চলেছে ।আমাদের অত্যন্ত স্নেহ প্রতিম ছাত্র ছাত্রী যাদের অকাল প্রয়ান আমাদের হৃদয় বিদীর্ণ করে বারংবার ।এছাড়াও জাতীয় ও আন্তজাতিক স্তরে যাদেরকে হারিয়ে সমাজ দেশ ও কালের অপূরণীয় ক্ষতি হয়েছে ।তাঁদের প্রত্যেকের কথা স্মরণ করে আমরা গভীর শোক ঙ্গপন করছি ।


No comments:

Post a Comment